শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,
সব্জির বাজারে ধস নেমে গেছে
তারাকান্দি সবজি বাজার
পাকুন্দিয়া কিশোরগঞ্জ।
রবিবার ১১ মে ২০২৫
কেজি প্রতি হিসাব
১ / কাচা মরিচ দেশি —- ১৫-২০- টাকা
হাইব্রিড –২৫-৩০-৩৫-
২/ ডেরস —১০-১২কেজি
৩/ পানি লাউ -২৫-৩৫সাইজ অনুযায়ী
৪/ করলা ৩০-৩৫কেজি
৫/উস্তা -৪০-৪৫ কেজি
৬/আলু -৪০০-৫০০ মন (সাইজ অনুযায়ী দাম
৭/পিয়াজ – – -১৬০০-১৮০০মন
৮/লতা-১৫-২০কেজি
৯/ শশা- ৯০০-১০০০-১১০০মন
১০/বেগুন -৩০-৩৫-৪০কেজি
১১/কাকরুল –৪০-৪৫
১২/চিচিঙ্গা -২৫-৩০
১৩/ধুন্দল-১৬-২০
১৪/জালি/চাল কুমড়া- -৩০ -৩৫-৪০-পিচ
১৬/জিংগা-২০-২৫-৩০কেজি
১৭/কাচা আম -২০-২৫ কেজি
১৮/বরবটি -৩৫-৪০কেজি
১৯/লাউ শাক -১০ টাকা আটি
২১/ লেবু –১০-১৫ -২০টাকা কেজি
২৫/মিস্টি লাউ/কুমড়া -২০-৩০ -৪০প্রতি পিচ, কিন্তু প্রতিটি বাজারে বাজারে নেই কোন কাচামালের সঠিক দাম, ক্রেতারা বাজারে বাজার করতে গিয়ে হিমসিম খাচ্ছে একএকদিন একএক রকম কিনতে হচ্ছে, এই বিষয় নিয়ে সাধারণ জনগণের কাছে জানতে চাহিলে তাহারা বলেন আমরা সাধারণ মানুষ দিন মুজুর কেটে খাওয়ার মানুষ আমরা যে টাকা রুজি করি তা দিয়ে সংসার চালিয়ে যাওয়া খুব কষ্ট, কারণ ৫০০ টাকা মজুরি পাই সারাদিন পরিশ্রম করে কিন্তু বাজারে গিয়ে মাথা নষ্ট হয়ে যায় নিত্যপূন্যের কাচামালের দাম দেখে, এই বিষয় নিয়ে সাধারণ জনগণ কতৃপক্ষের সু দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রতিটি বাজারে বাজারে তল্লাশি করা হোক, কিশোরগঞ্জ সদর কাচারি বাজারের ও অবস্থা একেই রকম
রিকশা চালক গরীব অসহায় মানুষের মনে কষ্ট নিয়ে বলেন আমরা যে বাংলাদেশে বসবাস করি সেই দেশে গরীব অসহায় মেহনতী মানুষের চিন্তা কেউ করেন না, দব্য মূল্য সব কিছু জিনিস পএের দাম একমাত্র ছড়া থাকে সিন্ডিকেট করে সব কিছু রিজার্ভ করে, আরও বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,