কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা,
নিহত হাদিস মিয়া (৩২) উপজেলার সুতারপাড়া ইউনিয়নের সাগুলি গ্রামের মাজু মিয়ার ছেলে।
রোববার (১১ মে) বিকেলে বাড়ির পেছনের বেড়া ঠিক করতেছিলেন হাদিস মিয়া । হালকা বৃষ্টি উপেক্ষা করে কাজটি শেষ করতে চেয়েছিলেন তিনি । কিন্তু হটাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রতিবেশী মরিয়ম কে বিয়ে করে বেশ সুখে শান্তিতেই ছিলেন। দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে চলছিল তাদের দাম্পত্য জীবন।
বৈশাখ শেষ না হতেই কৃষিকাজ প্রায় শেষ, গরু বাছুরকে খাবার দেয়া ছাড়া হাতে কোন কাজ নেই।
বাড়ির পেছনের বেড়াটা ঠিকঠাক করতে মরিয়ম বেশ ক'দিন ধরে তাগাদা দিচ্ছিল। নদীতে পানি বাড়লে মাছ ধরা বা নৌকা বাওয়া যে কোন কাজে তো সময় দিতেই হবে। তখন আর সময় পাওয়া যাবেনা তাই আজ যে করেই হোক বেড়ার কাজটা শেষ করতে হবে।