মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রাজশাহীর ভূয়া সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন নবকাম পল্লী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন ফরিদ হোসেন। ফরিদপুর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬০০ মিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) সরকারি ভরাটী খাল ও নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য Star Bangladesh Award 2025 সম্মাননা এওয়ার্ড গ্রহণ করলেন মোঃ হুমায়ুন কবীর মৃধা! খুলনা কেএমপির হরিণটানা বাবলু দত্ত হত্যায় সম্পৃক্ত ২ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার। ঢাকার আদাবর-১০ মাদক ডিলার টুন্ডা বাবুর হুমকি ব্যবসায় সহযোগিতা না পেলে এলাকাবাসীকে করবে হত্যা কিশোরগঞ্জে ৩দিনব্যাপী ফল মেলা উদ্ভোধন ও আলোচনা সভা, খুলনার বটিয়াঘাটায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মিরসরাই এর মহামায়ায় প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড পি,এল,সি, এর অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত

কাবিখা প্রকল্পে অনিয়ম, বৃদ্ধা নারীসহ গ্রামবাসীকে মারধরের অভিযোগ নান্দাইলে।

আকরাম নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরের কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা সংস্কারে অনিয়ম, জবরদস্তি ও মারধরের অভিযোগ উঠেছে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ৫ নং গাঙ্গাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমান ফরিদ।

স্থানীয়রা জানান, প্রকল্পের আওতায় গোপীনাথপুরে রাসেলের বাড়ির সামনে গোপাট হতে মঞ্জিলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ৫ দশমিক ৩ মেট্রিক টন গম বরাদ্দ ছিল। কিন্তু শ্রমিক ব্যবহার না করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ির সীমানা থেকে মাটি কেটে গভীর গর্ত তৈরি করা হয়। এতে ঘরবাড়ির স্থায়িত্ব হুমকির মুখে পড়ে এবং বর্ষার পানিতে এসব গর্ত শিশুদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু গর্তের গভীরতা ১০ থেকে ১২ ফুট। কবরস্থানের লাগোয়া স্থান থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। কিছু বাড়ির সীমানা ঘেঁষে খোঁড়া গর্তের পাশে বাঁশ ও টিন দিয়ে ঘরের মালিকেরা ঘর রক্ষার চেষ্টা করছেন। কয়েকটি বসতবাড়ির ভেতর থেকেও মাটি কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃদ্ধা জয়বানুর (৮৫) পরিবার অভিযোগ করে, তাঁদের বসতবাড়ির জমি থেকে মাটি কাটতে বাধা দিলে ইউপি সদস্য ফরিদ নিজেই আবু বক্কর ও তাঁর বৃদ্ধা মা জয়বানুকে মারধর করেন। পরে গুরুতর আহত জয়বানুকে নিয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মেম্বার ফয়জুর রহমান ফরিদ বাধা দিয়ে রোগিকে ভর্তি না করে জি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যায় ডাঃ মোঃ রকিবুল হাসান নিশু এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য) পরিক্ষা করে ডাক্তার চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হতে দেয় নাই ইউপি মেম্বার ফরিদ ।

জয়বানু বলেন, “কোমড়ের ব্যথা এখনো যায়নি বাবা। ফরিদ মেম্বার নিজেই আমারে মারছে। টুবলা বানাইছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে মুখ খুললে হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে। তাঁরা বলেন, “আমরা গরিব মানুষ, কথা কইলেই ফরিদ মেম্বার মারে। আবু বক্করের মা-ডারেও ছাইড়া দেয় নাই।”

প্রকল্পের সভাপতি হিসেবে ফরিদ মেম্বার স্বীকার করেন, ভেকু ব্যবহার করা হয়েছে। মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, “কি বলব ভাই, মাত্র ৫ টন ৩০০ কেজি গমের বরাদ্দ।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ বলেন, “আমি আগেই পরিদর্শন করেছিলাম। তবে এখন আবার গিয়ে কাজটা দেখে আসব।” ফাইনাল বিল অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আগে গিয়ে দেখেছিলাম।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, “এই বিষয়ে আমি খোঁজ নিব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর কেউ করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।