কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুইঁয়া, দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ,
তিনি ১৯৬৯ সালের ১৫ ই জুন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শাহনাজ কালিয়াচাপরা সুগারমিল হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি ও কিশোরগঞ্জ মহিলা কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি পাশ করেন।
শাহনাজ ১৯৯২ সালে গাজী হূমায়ুন কবিরের "পদ্মার চর" ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন।
তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান সালমান শাহের বিপরীতে "সত্যের মৃত্যু নেই " ছবিতে অভিনয় করে। ছবিটি ১৯৯৬ সালে সারা দেশে ১১ কোটি ৫০ লক্ষ টাকা আয় করে বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করে। তখন শাহনাজ তারকাখ্যাতি পান।
চিত্রনায়িকা শাহনাজের ক্যারিয়ারে উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে: সত্যের মৃত্যু নেই, রাজপথের রাজা, টপ সম্রাট, ক্রিমিনাল, অন্ধ আইন, আন্দোলন, ক্ষুধার জ্বালা, বিজলি তুফান, প্রেম কেনো কাঁদায়, জ্যোতি, শান্ত কেনো মাস্তান, অশান্তির আগুন ইত্যাদি।