বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
মেহেদী হাসান হৃদয়,,
কুষ্টিয়া বটতৈল মিয়া পাড়া আমেনা রওশন জামান হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ, ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নূরানী বিভাগের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, জাতীয় দৈনিক সময়ের অপরাধ চক্র পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদারের কনিষ্ঠ পুত্র, মোঃ জায়েদ বিন সাবিত মাজমাদার, দ্বিতীয় শ্রেণী থেকে গোল্ডেন A+ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। তার এই অসাধারণ সাফল্যে সবাই তাকে অভিনন্দন জানান।
মোঃ জায়েদ বিন সাবিত মাজমাদারের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিভাবক এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার প্রত্যাশায় সমাপ্ত হয়।