শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
“জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেছো বিড়াল সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১২ মে সোমবার করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত হয় । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে খুলনা এসএফএনটিসি এবং বাগেরহাট সামাজিক বন বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনিম সোহানা, সহকারী বন সংরক্ষক, বাগেরহাট; সুপ্রিয়া হুই, ফরেস্ট রেঞ্জার, বাগেরহাট এবং শেখ ইয়াকুব আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা, এসএফএনটিসি।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথি ফিতা কেটে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং উপস্থিত সকলকে মেছো বিড়াল সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।