রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

খুলনার ফুলতলায় দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন।

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন ২৫ বৈশাখ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্মের মাধ্যমে কেবল বাংলাদেশ নয়, সারাবিশ্ব আলোকিত হয়েছে। তিনি জীবনকে গভীরভাবে উপলব্ধি করেছেন, যা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। তিনি বৈষম্যমুক্ত সমাজ বা সামাজিক সমতা চেয়েছিলেন। জমিদার ভাবনা থেকে বের হয়ে এসে তিনি মানুষের কবি হয়েছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বঅঙ্গণে নিয়ে গিয়েছেন। তাঁর লেখা গীতাঞ্জলী বাংলা সাহিত্যকে বিশ্বের কাছে নতুন ভাবে তুলে ধরেছে। তিনি একাধারে কবি, সাহিত্যিক ও দার্শনিক। তাঁর সৃষ্টি মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করে। রবীন্দ্রনাথ সব সময়ই প্রাসঙ্গিক। তাঁর সৃজনশীল চেতনা ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করতে পারলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ বিষয়ে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোঃ রেজাউল হক এবং সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ মো: হুমায়ুন কবীর। স্বাগত বক্তৃতা করেন ফুলতলার উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান।

উল্লেখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও লোকজ মেলা উপলক্ষ্যে ৮ বৃহস্পতিবার থেকে ১০ মে শনিবার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনের প্রতিদিন বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ বৈশাখ / ১০ মে শনিবার বিকেল সাড়ে চারটায় তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হবে ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।