রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের ভিলেজের কৃষকদের সাথে এক মতবিনিময় সভা গত ১লা-মে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি, প্রাণিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মোঃ মুস্তাফিজুর রহমান । সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মজরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ।