শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
খুলনা কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার গতকাল ১৩ মে মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা সদর থানা বাৎসরিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার সকল কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি খুলনা সদর থানার সেবাদান কার্যক্রমকে আরো গতিশীল করতে ও জনবান্ধব পুলিশিং করার জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আবু তারেক; খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এবং অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।