সোমবার, ০৭ Jul ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নবকাম পল্লী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন ফরিদ হোসেন। ফরিদপুর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬০০ মিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) সরকারি ভরাটী খাল ও নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য Star Bangladesh Award 2025 সম্মাননা এওয়ার্ড গ্রহণ করলেন মোঃ হুমায়ুন কবীর মৃধা! খুলনা কেএমপির হরিণটানা বাবলু দত্ত হত্যায় সম্পৃক্ত ২ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার। ঢাকার আদাবর-১০ মাদক ডিলার টুন্ডা বাবুর হুমকি ব্যবসায় সহযোগিতা না পেলে এলাকাবাসীকে করবে হত্যা কিশোরগঞ্জে ৩দিনব্যাপী ফল মেলা উদ্ভোধন ও আলোচনা সভা, খুলনার বটিয়াঘাটায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মিরসরাই এর মহামায়ায় প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড পি,এল,সি, এর অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত করিমগঞ্জ তাড়াইলে ধানের শীষের পক্ষে ৪ নেতার প্রচারণা অব্যাহত।

গোপালগঞ্জে রেল লাইনের লিজকৃত জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা,আহত ১ ও ব্যাপক ভাঙচুর

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামে বিশ্বেশ্বর বিশ্বাসের পৈতৃক ভিটায় RCCG (Redeemed Christian Church of God) নামের একটি গির্জা রয়েছে। গির্জাটির দেখভাল করেন গ্লোরিয়া বিশ্বাস।

গ্লোরিয়া বিশ্বাস জানান, “আমরা কয়েকটি খ্রিষ্টান পরিবার বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করে আসছি। আমাদের চার্চের সামনে যে জমিটি রয়েছে, সেটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অধিগ্রহণকৃত, এবং ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সরকার আমাদের ডিসিআর প্রদান করেছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে, তারা শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন।”

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে গুটিকয়েক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায় এবং হত্যার হুমকি দেয়। তার ছোট ছেলে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ছেলেকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হামলায় জড়িতদের মধ্যে লিটু শেখ ও শের আলী শেখের নাম উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমার বাড়ির সন্নিকটে যে জমি, তার একটি অংশ সরকার অধিগ্রহণ করলেও অবশিষ্ট অংশ আমি বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে লিজ (এজারা) নিয়েছি। এরপর থেকেই আমাদের বাড়ির উপর একাধিকবার হামলা, হুমকি ও আমার কর্মচারীদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।”

এ ঘটনায় তার বড় ছেলে স্টিফেন সিমন বিশ্বাস কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদীদের মধ্যে আছেন:
১। শের আলী শেখ
২। নিতাই চন্দ্র বিশ্বাস (পিতা- মৃত অমূল্য কুমার বিশ্বাস, সাং-ভাদুলিয়া)
৩। নাসির শেখ (পিতা- মৃত শামছুল হক, সাং-মাইজকান্দি)
৪। গফ্ফার শেখ (পিতা- মৃত সামছুল হক)
৫। লিটু শেখ (পিতা- অজ্ঞাত)
৬। এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা পূর্ব থেকেই রেলওয়ে কর্তৃক বরাদ্দকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তারা দেশীয় অস্ত্রসহ বাসায় ঢুকে গালিগালাজ করে এবং প্রতিবাদ জানালে রিপন বিশ্বাসকে মারধর করে গুরুতর আহত করে। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্টিফেন বিশ্বাস সিমন বলেন, “আমার মা একজন ধর্মীয় সেবিকা এবং তিনি একা বসবাস করেন। দীর্ঘদিন ধরেই আমাদের এই জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি—এই ভূমিদস্যু ও হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার তদন্ত কর্মকর্তা এসআই কিবরিয়া বলেন, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।