বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
মতিউর রহমান – গোপালগঞ্জ প্রতিনিধি।
“জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হব বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত মেলাটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই মেলাটিতে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উল্লেখ্য ফজিলাতুন্নেছা মহিলা সরকারি কলেজ ও অংশগ্রহণ করেন। আয়োজিত মেলায় ভিন্ন প্রযুক্তিগত বিষয়ের মধ্যে অন্যতম উল্লেখ্য থাকে হোল্ডিং হাউজ, গ্লোবাল ওয়ার্মিং, অক্সিজেন উৎপাদন। অনুষ্ঠানটিতে গোপালগঞ্জ সদর উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।বিভিন্ন ক্যাটাগরীর মধ্যে অলিম্পিকে প্রথম স্থান অর্জন করেন মনিরা রহমান ছাত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ। এছাড়াও সকল স্কুল কলেজ এর মধ্যে চ্যাম্পিয়ন হন শেখ ফজিলাতুন সরকারি কলেজ।