গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃসাইফুল হাসান
গোপালগঞ্জের কাশিয়ানীতে এডিপির অর্থায়নে পেয়াজ সংরক্ষণ ও নিরাপদ বালাইনাশক প্রয়োগ বিষয়ে কৃষক প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন ক্লাব, প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা প্রসাশক মোঃ কামরুজ্জামান।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলা প্রসাশন ও সংশ্লিষ্ট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ২০২৪-২০২৫ অর্থ বছরের এডিপির অর্থায়নে এ উপকরন বিতরন করেন। উপকরনের মধ্যে উপজেলা কৃষি অধিদপ্তর মাধ্যমে বালাইনাশক প্রয়োগের প্রশিক্ষণ ও পিপি, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের হুইলচেয়ার, যুবউন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী, মহিলা অধিদপ্তরের মাধ্যমে অসহায় মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়।
এ সময় উপজেলা এলজিইডি প্রকৌশলী সজল কুমার দত্ত, উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষিবিদ কাজী এজাজুল করিম, সমাজসেবা কর্মকর্তা বজলুল রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম মনোয়ার মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তর অফিসার এমদাদুল হক সহ
শতাধিক সুভিধাভুগী ও গনমাধ্যমকর্মী উপস্তিত ছিলেন।