শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃসাইফুল হাসান
গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ট্রাকচালক ও বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত বিশজন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত পোনে নয়টায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দক্ষিন ফুকরার মিলটন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কে দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পরে সাভাবিক হয় মহাসড়ক।
ভাটিয়াপাড়া ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম ও পুলিশ সদস্যদের তৎপরতায় আহতদেও উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মোরাদ দুঘর্টনার বিষয়ে নিশ্চিত করে জানান-খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী ঘটনাস্থলে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় এতে ট্রাক চালক ও বাসের হেলপারসহ তিনজন নিহত হয়েছে ও আহত বিশজনের মধ্যে গুরুতর আহত প্রায় দশজনের চিকিৎসা চলমান রয়েছে।