রবিবার, ২৫ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

গোসাইরহাট কাটপট্টি পাটের গোডাউনে আগুন। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ।

(শরীয়তপুর থেকে আক্তার হোসেন)

শরীয়তপুরের গোসাইরহাট পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ীদের।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় সারে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্তরা হলেন, বাদল ট্রেডাস, আব্দুল ট্রেডার্স, সামসুল ট্রেডার্স, সবল ট্রেডার্স ভুট্র আকনের গোডাউন, আলা উদ্দিন ট্রেডার্স, বিল্লাল ট্রেডার্স সহ ১৮ টি দোকান ও গোডাউন।

স্থানীয়, পাট ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার গোসাইরহাট বাজারের কাঠ পট্রি এলাকায় ধোয়া দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিভানোর জন্য বালতি নিয়ে নেমে পড়েন। গোডাউনে অনেক পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৮ টি গোডাউনে আগুন লেগে যায়। তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনে থাকা পাট, সোয়াবিন, মরিচ, কালিজিরা ও টিন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক বলেন, আগুন কোথা থেকে বা কিভাবে লেগেছে কিছুই জানি না। আমাকে ফোন করে খবর দেয় আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ছুটে আসি। আমার গোডাউন ছিল ২ টি এতে প্রায় ৫শত মণ পাট ছিল। আমার ছাড়া আরো ১৬ টি গোডাউনের পাট পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিল্টন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি। আমরা তিন ঘন্টার চেষ্টায় পানি নিয়ন্ত্রণে এনেছি। এখনও আগুন লাগার কারণ জানতে পারি নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

আগুনের ঘটনায় ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আশরাফ উদ্দিন ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।