শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
( মেহেদী হাসান হৃদয় )
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হককে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাসনা শারমিন মিথি, যিনি ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।
নওরীন হক চরফ্যাশনের ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের সেবা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বেশ কয়েকটি প্রশংসিত প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
নবাগত ইউএনও রাসনা শারমিন মিথি একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, চরফ্যাশন উপজেলার উন্নয়নে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করবেন। তিনি এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেবেন বলে অঙ্গীকার করেছেন।