শনিবার, ২৪ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
শাহিনুর রহমান সুজন, রাজশাহী।
রাজশাহীর পদ্মা বড়াল নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে চারঘাট নৌ পুলিশ ফাঁড়ি। প্রতি বছর বন্যার পানি বা উজানের পানিতে প্রায় ভাসতে দেখা যায় মৃতদেহ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত বছর নারী-পরুষ মিলে ৭টি মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যার তথ্য বিজিবিসহ বিভিন্ন সরকারী দপ্তরের নিকট রয়েছে।
চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইন-চার্জ হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে থানা পুলিশের তথ্যমতে চারঘাট বড়াল নদীর স্লুইজ গেটের কাছ থেকে একটি পরুষের উলঙ্গ মরাদেহ উদ্ধার করা হয়েছে। এই মরাদেহটি পদ্মা নদী থেকে ভাসতে ভাসতে বড়াল নদীতে চলে আসছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই মরাদেহটি প্রায় ৭-৮ দিনের। যার কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে অন্য কোন এলাকার এই অজ্ঞাত মৃতদেহ। ওই সময় চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ বলেন, চারঘাট স্লুইজ গেট সংলগ্ন একটি মরাদেহ ভাসতে দেখে পথচারীরা থানায় ফোন দিয়ে অবগত করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নিশ্চিত করেন। পরে নৌ পুলিশকে তাদের কর্তব্য পালনে জানানো হয়।
চারঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন, এসআই নুর ইসলাম, এসআই মুক্তার হোসেনসহ সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মূলত নদীপথের কার্যক্রম পরিচালনা করবেন।