মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা কবিখালীতে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালক রাসেল (২১) নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলের আরোহী তারই বন্ধু শাকিল (২১) আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে কবিখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে। এবং আহত শাকিল একই এলাকার আছের আলী জোয়ার্দ্দারের ছেলে।
নিহত রাসেল আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত শাকিল দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে বলেন, মোটরসাইকেলযোগে দুজন চা পান করার উদ্দেশ্যে কাথুলী বাজারে যাচ্ছিলাম। এ সময় পথ্যের মধ্যে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে বলেন, রাসেলের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালে আসার কিছুক্ষন পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে বলেন, দূর্ঘটনায় নিহতের কোন সংবাদ আমি পাইনি। বিস্তারিত জানতে খোজ নিচ্ছি।