শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে আজ ০৮ মে ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় মে/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ০৮(আট) জন পুলিশ সদস্যদের পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা থেকে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী কনস্টেবল/ আব্দুল গাফফার ও কনস্টেবল মোঃ হানিফ বাংলাদেশ পুলিশে যোগদান করে পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, উপহার ও শুভেচ্ছা প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা;
জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),চুয়াডাঙ্গা;
তাজরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।