মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ী আজ ২৬ মে ২০২৫ তারিখ বেলা ১৩:০০ ঘটিকায় বার্ষিক পরিদর্শন করেন
খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার মহোদয় পুলিশ ফাঁড়ির রেজিস্টারপত্র পরিদর্শন করেন। দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি শহরের অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। ফাঁড়ীর মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র মন্ডল, ইনচার্জ, সদর পুলিশ ফাঁড়ী; মোঃ আমিরুল ইসলাম, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।