সৈয়দ আলম[ টেকনাফ] কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া থেকে জের বিরোধের জের বেলাল নামে এক যুবককে অপহরণ করেছিল একটি ডাকাতদল। আটকৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার অপহৃতের চাচা আমীর আহমদ(৫৫) রঙ্গিখালীর মৃত ফকির মিস্ত্রির ছেলে আবছার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩) ও একই এলাকার মৃত আবুল হোছাইন জসিম উদ্দিন(৩৫)
১৭ অক্টোবর বেলা ১১টার দিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ .গিয়াস উদ্দিন প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বেলালের চাচা বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার মৃত মকবুল আহমদের পুত্র আমীর আহমদ (৫৫) জায়গা সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে আমীর আহমদ এর ভাতিজা
অপহৃত বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের বসতভিটার জায়গা অল্প মূল্যে তাহার চাচারা ক্রয় করে তাহার ভাতিজা অপহৃত বেলালকে উদ্ধারের পরিকল্পনা সাজায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলাল কক্সবাজার শহর থেকে নিজ বাড়িতে সম্পত্তি দেখাশোনা কাজে আসলে গত ১৪ অক্টোবর রাত অনুমান ৩ টার সময় অপহৃত যুবক বেলালকে অপহরণ করিয়া নিয়ে যায়।
পরে এই ঘটনায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বে গতকাল সাড়ে ৬ টার দিকে বহুল আলোচিত বেলাল অপহরণের ঘটনায় জড়িত ৩ আসামীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২ জন আসামীকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় তৈরী কিরিচ ও দা সহ আটক করেন।
প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিলো অপহরণকারীরা। পুৃলিশের পরিকল্পনা অনুযায়ী বাহরছড়ার জাহাজপুরা পাহাড়ের ঢালার ভেতর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহৃত যুবক উদ্ধারসহ মুক্তিপণ নিতে আসা ২ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।।