মেহেদী হাসান হৃদয়,,
জাতীয় সময়ের অপরাধ চক্র পত্রিকার সম্মানিত সম্পাদকের মামা, মো. সাইদ বাবুল (৬৪), গতকাল সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পুরনো ঢাকার সরদার পরিবারে সে জন্ম গ্রহণ করে তার জন্ম মুসলিম পরিবারে মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর পিতার নাম ছিল মরহুম মজিবর রহমান। তাঁর এই অকাল প্রয়াণে পরিবারসহ আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
### মৃত্যু এবং শোকাবহ পরিবেশ
মো. সাইদ বাবুলের মৃত্যুর সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে শোকের ছায়া বিরাজ করছে। তিনি ছিলেন একজন সদালাপী ও মানবিক গুণাবলীর অধিকারী মানুষ। নিজের পরিবার, আত্মীয়-স্বজন এবং সমাজে সবার সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন। তাঁর মৃত্যুতে স্বজনদের মাঝে অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে।
### পারিবারিক জীবন
মো. সাইদ বাবুল দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। সন্তানেরা তাদের পিতাকে একজন আদর্শবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দেখেছেন। পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ এবং সন্তানদের প্রতি অসীম মমতা তাঁর জীবনের একটি বিশেষ দিক হয়ে থাকবে।
### শোকবার্তা
মো. সাইদ বাবুলের প্রয়াণে জাতীয় সময়ের অপরাধ চক্র সম্মানিত সম্পাদক এবং প্রকাশক সহ জাতীয় সময়ের অপরাধচক্র পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। পত্রিকার সহকর্মীরাও শোকাবহ পরিবেশে স্মরণ করছেন তাঁকে। তাঁর আত্মার মাগফেরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
### শেষকৃত্য
জানাজার নামাজ আজ যোহরের সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মরহুম মো. সাইদ বাবুলের আত্মার শান্তি কামনা করে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী সকলেই তাঁর জন্য দোয়া প্রার্থনা করছেন।