শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: কাজল ইব্রাহিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী সর্বদা শান্তিপূর্ণ আন্দোলন ও সন্ত্রাসবিরোধী অবস্থানে অবিচল। তিনি বলেন, হামলা, ভাঙচুর, লুটপাট বা চাঁদাবাজির মতো কার্যকলাপে দলটির কোনো বিশ্বাস নেই। জনগণের আস্থা অর্জনের একমাত্র উপায় হলো সদাচরণ ও ভালোবাসা। অস্ত্র নয়, বরং জামায়াত দেশের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে কাজ করে।
শুক্রবার নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখা আয়োজিত ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, সন্ত্রাস বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো সমাজকে দীর্ঘস্থায়ী উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। জনগণের সাথে সুসম্পর্ক এবং তাদের প্রতি সহানুভূতির মাধ্যমেই একটি সংগঠন টেকসই হতে পারে।
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলার জনগণ সেই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। ভারতে বসে কলকাঠি নাড়ার যে চেষ্টা চলছে, তা বাংলার জনগণ ব্যর্থ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল-আমিন, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মণ্ডল, সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাইদুর রহমান।
জামায়াতের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী, দলটি জনগণের কল্যাণে কাজ করে এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রেও দলটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। জনগণের স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাই দলটির প্রধান লক্ষ্য।
সংগঠনটি দেশপ্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে জনগণের সমর্থন অর্জনের দিকে লক্ষ্য রেখেছে।