বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে দুধবারী (৪৫) ও সঙ্গী শাহজাহান খান (৪২) আটক হয়েছেন। এসময় তাদের নিকট থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশ সুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ শরিফ উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার কালা, মাধবখালী ও সুটিয়া গ্রামে যৌথবাহিনী ও পুলিশ পৃথক এ অভিযান পরিচালনা করে। জীবননগর থানা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টিম জীবননগর থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার কালা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ফেনসিডিলসহ মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য চিহ্নিত মাদককারবারি কালা গ্রামের মৃত নূর বক্সের ছেলে দুধবারী ও মানিকপুর গ্রামের সাত্তার খানের ছেলে শাহজাহান খানকে আটক করে। আটককালে তাদের নিকট থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর দিকে জীবননগর থানার এসআই ফিরোজ হোসেন সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুটিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিল, একটি টিভিএস মোটরসাইকেলসহ শরিফ উদ্দিনকে আটক করা হয়। আটকৃকত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ^াস ফেনসিডিলসহ তিন জনের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।