মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ চক্রের অন্যতম হোতাসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আজিম বাজার সংলগ্ন নিয়ামুলের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—তাহিন শেখ (২৬), তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের মোতালেব শেখের ছেলে; এবং হামিদ শেখ ওরফে গেদু (২৩), একই উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মোক্তার শেখের ছেলে। তারা এলাকায় অপহরণকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অপহরণ ও মাদক মামলার আসামি তাহিন শেখ ও হামিদ শেখ ওরফে গেদু আজিম বাজার সংলগ্ন এক বাড়িতে অবস্থান করছে। রাতেই সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় কিছুটা প্রতিরোধের মুখে পড়লেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।”
তিনি আরও জানান, “তাহিন শেখ নারী অপহরণ ও মাদকের একাধিক মামলার প্রধান আসামি। হামিদ শেখের বিরুদ্ধেও অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা টুঙ্গিপাড়া থানা হাজতে রয়েছে। মামলার কার্যক্রম সম্পন্ন করে দ্রুত আদালতে পাঠানো হবে।”
এদিকে আলোচিত সাংবাদিক পুত্র আরমান হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আরমানের পিতা তপু শেখ জানান, “আমার ছেলে হত্যাকাণ্ডে এই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্তের অনুরোধ জানাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাহিন শেখ ও হামিদ শেখের সন্ত্রাসী কার্যকলাপে এলাকায় ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তির বাতাস বইছে।