মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
ছৈয়দ আলম ,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার সীমান্তে উপজেলা টেকনাফ সদর ডেইল পাড়া এলাকায় পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শারদীয় নবমী দুর্গোৎসব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
(শনিবার)১২ অক্টোবর বিকাল ৪ টায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সফিকুল ইসলাম পরিদর্শনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন,উখিয়া সার্কেল মোহাম্মদ শাকিল, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন,টেকনাফ উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সনজিত কুমার শীল,টেকনাফ সদর ডেইল পাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ঝন্টু শর্মা ও শরৎ কুমার শীল সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এর আগে বাহারছড়া ও টেকনাফ পৌর শহরসহ দুটি পূজা মণ্ডল পরিদর্শন করেন, ডিআইজি সফিকুল ইসলাম। পরিদর্শন শেষে টেকনাফ ডেইল পাড়ার পূজা মণ্ডলের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার প্রশংসা করেন।
উল্লেখ যে টেকনাফ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিবপদ ভট্টাচার্য সভায় অনুপস্থিত থাকায় এ নিয়ে পূজা উদযাপন কমিটির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।