শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
মেহেদী হাসান হৃদয় ( ভোলা চরফ্যাশন)
তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলা চরফ্যাশন কৃষক দলের প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১০/১০/২০২৪ বিকেলে ৪ টায় ভোলা চরফ্যাশনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি : জনাব আবদুর রহমান সেন্টু মিয়া
বিশেষ অতিথি ছিলেন : চরফ্যাশন বি এন পি-র সাবেক সাধারন সম্পাদক : আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া
এবং উপজেলা বি এন পি এর নেতৃবৃন্দ।
এবং মাদ্রাজ ইউনিয়ন কৃষকদল থেকে উপস্থিত ছিলেন..,
মাদ্রাজ ইউনিয় কৃষক দলের সভাপতি: খোকন দেওয়ান
মাদ্রাজ ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি : সেলিম হাওলাদার
এবং মাদ্রাজ ইউনিয়ন কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক : চাঁনশরীফ মাঝি
এবং অন্যান্য ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় প্রদান অতিথি বলেন, তারেক রহমানের উপর করা সকল মিথ্যা হামলা আগামী এক মাসের ভিতরে প্রত্যাহার করতে হবে।
এবং তারেক রহমান ভিড়ের বেসে এই বাংলায় ফিরে আসবেন।
এবং বক্তারা বলেন আগামী সাধারণ সংসদ নির্বাচনে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম কে তাদের মূল্যভান ভোট দিয়ে চরফ্যাশন ও মনপুরার মানুষের সেবা করার সুজুক দেওয়া আহবান জানান।
এবং তারা আরো বলেন কৃষি খাতে উন্নয়ন আনতে কৃষক দের সহায়তা করতে হবে, কারণ বাংলাদেশ একটি কৃষি দেশ তাই কৃষকদের ভালো রাখলে কৃষিতে বাংলাদেশ উন্নতি করতে পরবে।
এই প্রতিবাদ সভা বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত চলমান ছিলো।
দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ