শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ ৮ অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১ ঘঠিকায় নান্দাইল উপজেলা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন ফকিরের মুরগী মহল বাসায়
দূর্দশ ডাকাতি হয়। জসিম উদ্দিন ফকিরের নাতি মোঃ রাফায়েদ খাঁনকে ৩ জন পুরুষ ও ২ জন নারী বোরকা পরিহিত অবস্থায় বলে দরজার বাহির থেকে দরজা খুলে দেওয়ার জন্য জসিম উদ্দিনের সাথে কথা বলবে বলে জানাইয়া বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করিয়া রাফায়েদ খান কে মুখ, চুখ ও পা বেঁধে পেলে এবং জসিম উদ্দিন ফকিরের রুম লক করে দিয়ে ৫ ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। জসিম ফকির বলেন ডাকাত দলে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা ছিল। কাওকে চিনতে পারি নাই । দোষিদের খুজে বের করে দূ গ্রেফতারের জন্যে প্রশাসনের কাছে জোড় দাবি জানান জসিম উদ্দিন