শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন।

দুর্বৃত্তের রোষানলে কৃষকের ফসল।

চরফ্যাশন ভোলা

ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকের রোপণ করা তিন শতাধিক কুমড়া লাউগাছ ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক নুরু হক সর্দারের।গত বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মুন্সি বাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৭অক্টোবর) সকালে সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে আবদুল্লাহ পুর ৫ নম্বর ওয়ার্ডের কৃষক নুরু হক সর্দার মুন্সি বাড়ির পশ্চিম পাশের বিলে ৪০ শতাংশ জমিতে কুমড়া লাউগাছ ও মরিচগাছের চারা রোপণ করে চাষাবাদ শুরু করেন। ইতোমধ্যে লাউ শসা বড় হয়েছে এবং মরিচগাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ফলন ধরা গাছগুলো উপড়ে ফেলেছে।

কৃষক শামীম বলেন, ‘৪০ শতাংশ জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে কুমড়া লাউ শসা ও মরিচগাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে। দুর্বৃত্তরা আমার তিন শতাধিক শসাগাছ, ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় বাবুল জমদার বলেন, ‘আমার জানামতে সে কখনও কারও ক্ষতি করেনি। অথচ রাতের আঁধারে দুর্বৃত্তরা তার রোপণ করা কুমড়া ফুলকপি ও মরিচ ধরা গাছ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি দুঃখজনক।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আপনার কাছে মাত্র শুনলাম।’

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।