চরফ্যাশন ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলায় কৃষকের রোপণ করা তিন শতাধিক কুমড়া লাউগাছ ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষক নুরু হক সর্দারের।গত বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মুন্সি বাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭অক্টোবর) সকালে সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে আবদুল্লাহ পুর ৫ নম্বর ওয়ার্ডের কৃষক নুরু হক সর্দার মুন্সি বাড়ির পশ্চিম পাশের বিলে ৪০ শতাংশ জমিতে কুমড়া লাউগাছ ও মরিচগাছের চারা রোপণ করে চাষাবাদ শুরু করেন। ইতোমধ্যে লাউ শসা বড় হয়েছে এবং মরিচগাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ফলন ধরা গাছগুলো উপড়ে ফেলেছে।
কৃষক শামীম বলেন, ‘৪০ শতাংশ জমিতে এনজিও থেকে ঋণ নিয়ে কুমড়া লাউ শসা ও মরিচগাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। গাছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে। দুর্বৃত্তরা আমার তিন শতাধিক শসাগাছ, ও দুই শতাধিক মরিচগাছ উপড়ে ফেলেছে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।’
স্থানীয় বাবুল জমদার বলেন, ‘আমার জানামতে সে কখনও কারও ক্ষতি করেনি। অথচ রাতের আঁধারে দুর্বৃত্তরা তার রোপণ করা কুমড়া ফুলকপি ও মরিচ ধরা গাছ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি দুঃখজনক।’
উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘ঘটনাটি আপনার কাছে মাত্র শুনলাম।’
চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।