শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট ধামইরহাটের যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১ টায় ধামইরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সব শ্রেণী পেশার মানুষ তাতে অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য দের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তযোদ্ধা আঃ রউফ মন্ডল, ধামইরহাট প্রেসক্লাবে সভাপতি আঃ আজিজ মন্ডল, আদিবাসী নেত্রী ডলি দাস, ধামইরহাট কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত প্রশান্ত বর্মন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী বেলী আকতার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক ভিপি আঃ রহমান, ধামইরহাট উপজেলা যুবলীগের সহ সভাপতি আঃ হাই দুলাল, সুশাসনের জন্য নাগরিক সুজন ধামইরহাট উপজেলা কমিটির সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্টের ধামইরহাট উপজেলা কোঅডিনেটর আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু, দি হাঙ্গার প্রজেক্টের উত্তর অঞ্চলের সমন্নয়ক আঃ রউফ ও দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জয়পুরহাট জেলার সমন্নয়ক এনায়েত উল্লাহ তালুকদার।