ময়মনসিংহের নান্দাইলে উপজেলার বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মন্দির সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ দেশত্যাগের পর রাজনৈতিক পট পরিবর্তনের জেরে সারাদেশে লুটপাট ভাঙচুর ও ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় ও নান্দাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সুন্দর শান্ত রাখার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।
৮ আগষ্ট বৃহস্পতিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ , পূজা মণ্ডপ কমিটি, ব্যাবসায়ী, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ বিএনপি দলীয় নেতাকর্মী ও ছাত্র সমাজের সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন।বিভিন্ন ব্যবসায়ীদের দোকান-পাট মন্দির পরিদর্শন করেন।তাদেরকে জান মালের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নান্দাইলের সংখ্যালঘু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ ।
মোঃ আকরাম হোসেন
নান্দাইল ময়মনসিংহ
৮/৮/২৪ ইং
০১৯২০৪৫৬৯৮৩