আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল ১১ নং খারুয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আব্দুল্লাহপুর গ্রামে আতাবুর চোরের বাড়িতে আজ ১ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ক্ষোভে ফেটে পরা আশপাশ গ্রামের সাধারণ জনগণ আগুন দেয় তাতে পাঁচটি বসত ঘর দুটি গোয়ালঘর দুটি রান্নাঘর পুড়িয়ে যায় এতে কোন প্রাণ নাশের মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। সাধারণ জনগণের দাওয়ায় চোর ও চোরের ভাইয়েরা পালিয়ে যায়। এতে আগুনে পুড়ে যাওয়া চোর ও চোরের ভাইদেরবাঠি ঘর। আগুনে পুড়ে আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন কিছুদিন আগে মানিক চোর তার আপন মামা শ্বশুর সোহাগের গরু চুরি করে। এই চোরদের নামে পূর্বে আরো ও চুরির সংবাদ সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে। সাধারণ জনগন বলেন আমরা এলাকায় শান্ততে বসবাস করতে চাই প্রায় সময়েই আতাবোর ও তার ভাই মানিক আশ পাশ এলাকায় চোরি করে ।