নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে গত ১০মে ২৫ ইং তারিখ ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন খানপাড়া গ্রামের ইয়াসিন মিয়ার বাড়িতে হামলাও ভাঙচুর করে ।ইয়াসিন মিয়া আনুমানিক ৪২ বছর আগে সিদ্দিক মিয়ার কাজ হতে ৭ শতাংশ জমি ক্রয় করে। অদ্যকাল যাব বাড়িঘর নির্মাণ করিয়া স্ত্রী সন্তান নিয়ে বসবাস করিয়া আসিতেছে। ইয়াসিনের ৭ শতাংশ জমি অদ্যকাল যাবত রেজিষ্ট্রি হয় নাই।জমিদাতা সিদ্দিক মিয়া জমি রেজিষ্ট্রি করে দিতে চাইলে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের শলাপরামর্শে ৭ শতাংশ জমি ইয়াসিন মিয়াকে সাফ কাওলা করে দেয় নাই । গত ১০ মে ২৫ ইং তারিখে জমিদাতা সিদ্দিক মিয়া মারা গেলে তাহার জানাযায় অংশগ্রহণ করে ইয়াসিন মিয়া এবং ছিদ্দিক মিয়ার নিকট হইতে ক্রয়কৃত ৭ শতাংস জমি অদ্যকাল
রেজিষ্ট্রি হয় নাই বলে জানাযায় জানায়।
জানাযার পরে ইয়াসিনকে ভয় হুমকি প্রদর্শন করে। ১০ মে বেলা ১১ ঘঠিকায় সময় দিপু, হান্নান, আশরাফুল,
হেলাল, খায়রুল ইসলাম, রায়হান মিয়া
সর্বসাং জাহাঙ্গীরপুর খানপাড়া। আসামীগণ যোগসাজস করিয়া দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হইয়া বেআইনি ভাবে ইয়াসিনের বসত বাড়িতে প্রবেশ করিয়া চৌচালা টিনের বসত ঘরে অতর্কিত হামলা চালাইয়া মুদি দোকান ঘরের মালামাল ভাঙচুর করে এতে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়। ইয়াসিনের সহধর্মিনী মনোয়ারা আগাইয়া আসিয়া বাধা দিলে মনোয়ারকে মারপিট
করে নীলা ফোলা যখম করে। ডাক চিৎকার শুনিয়া আশ পাশের লোক আগাইয়া আসিলে আসামিগন হুমকি দিয়া চলিয়া যায়। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে ইয়াসিন মিয়া।