শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
ময়মনসিংহের নান্দাইলে একটি হতদরিদ্র পরিবারকে উচ্ছেদ করে জোর পূর্বক বসত বাড়ি ভেঙ্গে রাস্তা নির্মাণের পাঁয়তারা করায় ভুমি হীন হওয়ার শংকায় আব্দুস সোবানের পরিবার।
সরজমিন গিয়ে দেখা যায় হতদরিদ্র মৃত আমছর উদ্দিনের পুত্র আব্দুস সোবান (৬৫) ।১০ শতাংশ জমি কিনে ৫ ছেলে ১ মেয়ে ও স্ত্রীকে খেয়ে না খেয়ে অতি কষ্টে জীবন যাপন করছে।
পূর্ব ও উত্তর পাশ দিয়ে এল জি ডির রাস্তায় ৩/৪ শতাংশ ভূমি চলে যাওয়ায় অতিকষ্টে সন্তান সন্ততি নিয়ে কোনক্রমে দিনাতিপাত করছে। পার্শ্ববর্তী পশ্চিমের বাড়ীর প্রভাবশালী মৃত আব্দুল খালেকের পুত্র আবুল হাসান (৪২)গং তার বাড়ীর পাশ দিয়ে শত বৎসরের পুরাতন রাস্তা থাকার পরও সোবানের বসত বাড়ি ভেঙ্গে রাস্তা নির্মাণের হুমকি দিয়ে আসছে।
এদিকে সমাজ সেবক আজহারুল ইসলাম কিবরিয়া এবিষয়ে জানতে চাইলে জানান হাসান চেয়ারম্যান মেম্বারের আত্বীয় হওয়ার সুবাদে হতদরিদ্র সোবানের বসত বাড়ি জোর পূর্বক ভেঙ্গে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে এমনকি তার বাড়ীর পাশে শত বৎসরের পূরাতন রাস্তা ভেকু দিয়ে কেটে জমি বানাচ্ছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এদিকে অভিযোক্ত আবুল হাসানের কাছে রাস্তা কাটার ব্যাপারে জানতে চাইলে বলেন আমি আমার জমি চাষের জন্য প্রস্তুত করছি এবং এই রাস্তার দরকার নেই। এদিক দিয়ে রাস্তা ছিল তাই বাড়ি সরিয়ে নেয়ার কথা বলেছি।
এদিকে এলাকাবাসী শত বৎসরের পুরাতন রাস্তা কেটে জমি তৈরির ফলে শত শত মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
আকরাম হোসেন
নান্দাইল ময়মনসিংহ
৮/৮/২৪ ইং
০১৯২০৪৫৬৯৮৩