শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধভাবে হামলা ভাংচুর স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা।
উপজেলার সিংড়ইল ইউনিয়নের কোনা ডাংঘর গ্রামের মৃত আঃ রহিমের কন্যা শিরীন আক্তারের (৩৫) লিখিত অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায় গত ৫/৭/২৪ ইং শুক্রবার সকাল ৯ ঘঠিকার সময় একই গ্রামের বদিউল আলম বাদলের পুত্র হৃদয় মিয়া(২৫)আলিফ মিয়া ( ২৩) মুসল্লি ইউনিয়নের বারপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র রবিন মিয়া (২৫) তুহিন মিয়া (২৩) গংয়ের নেতৃত্বে ভাই , ভাতিজা , ভাই বৌ,জামাই সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বসত বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর স্বর্ণালঙ্কার সহ আসবাবপত্র ও মালামাল লুট করে প্রায় ২৯ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে ।
শিরীন আক্তার জানান টিভি, ফ্রিজ,খাট,সুকেজ সহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। ঘটনার সময় আমাদের আহাজারি ওডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে ত্রাসের সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রাম্য শালিস দরবারে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার না পাওয়ায় সুবিচারের জন্য গত ২৯/৭/২৪ ইং নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করি। মামলা নং ২৭৩১(৩)১ । আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সংঘবদ্ধ ডাকাত সন্ত্রাসী চক্রের কঠোর বিচারের দাবী জানাচ্ছি। মামলার পর আসামীগন খুন করার হুমকি ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।