নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চরবেলামারি গ্রামে আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে নান্দাইলের সীমানা হতে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উওোলন করে নিয়ে যাচ্ছে ত্রিশাল উপজেলার সীমানায়। ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে এলাকার চিহ্নিত বালু খেকু নামে চিহ্নিত বালু ব্যবসায়ী ১। হানিফ, পিতাঃ- মৃত হোসেন আলী, ২। সাইদুল, পিতাঃ- মৃত আজিদ ৩। লাল মিয়া, পিতাঃ- মৃত জব্বার ৪। হেলিম, পিতাঃ- মৃত তোফায়েল এবং ৫। খোকন, পিতাঃ- মৃত সহা মেম্বার সর্ব সাং চরভেলামারি ৯নং ওয়ার্ড সহ একটি সঙ্গ চক্র দিন রাত ব্যাপী প্রকাশ্যে ব্রহ্মপুত্র নদী হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে নান্দাইলের পাশের উপজেলা ত্রিশালের মরাকলায় বালুর স্তুপ দিয়ে ট্রাকে করে আশপাশের কয়েকটি উপজেলা সহ দেশের বিভিন্ন স্হানে ট্রাকে করে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে নদী ভাঙন সহ হুমকির মুখে পড়েছে আশপাশের ফসলী জমি।