রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে ঘিরে বেশ কিছুদিন কর্ম বিরতির পর মঙ্গল বার (১৩ আগস্ট) হতে নান্দাইল মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞার নির্দেশক্রমে সেবা পুনরায় চালু হয়।
এ উপলক্ষে নান্দাইল মডেল থানার অফিসার ইনছার্জ আব্দুল মজিদ জানান তারা দেশের উদ্ভুত পরিস্থিতিতে সকল অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। ১৩ আগস্ট মঙ্গল বার হতে তারা উর্ধ্বতন কতৃপক্ষের দিক নির্দেশনায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন।
তিনি জানান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের নিরাপত্তা বিধান সহ কোন প্রকার হয়রানির শিকার যাতে না হয় সে দিক লক্ষ রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। এ সময় পরিদর্শক তদন্ত আবুল হাসেম, কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপস্থিত ছিলেন.