রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
মো: জাহিদ হাসান
আহবায়ক : কালিয়াকৈর উপজেলা, গাজীপুর।
বাংলাদেশ মুসলিম লীগ।
আজ যাকে নেতৃত্বের আসনে দেখা যাচ্ছে, তিনি কিন্তু কর্মজীবনের প্রথম থেকেই সেখানে ছিলেন না। হুট করে কেউ নেতৃত্বের আসনে চলে যায় না। ধীরে ধীরে কিছু গুণের চর্চার মাধ্যমে নেতৃত্বে সফল হওয়া সম্ভব। সেগুলো নিয়েই আজকের আলোচনা।
সংবেদনশীল বুদ্ধিমত্তা
শক্তিশালী নেতৃত্বের জন্য সংবেদনশীল বুদ্ধিমত্তা প্রয়োজন, যা নিজের পাশাপাশি অন্যদের আবেগকে চিনতে ও বুঝতে সহায়তা করে। নেতৃত্ব দিতে নিজের পাশাপাশি অন্যদের বুঝতে হবে। হতে হবে সংবেদনশীল। তাহলে সবার কাছ থেকে সেরা কাজটা আদায় করে নেওয়া যাবে।
খোলাখুলি ভুল স্বীকার
ভুল আমাদের সবারই হয়, ভুল স্বীকার করা দুর্বল নেতৃত্বের লক্ষণ নয়। অনেক সময় দেখা যায় নেতা নিজের ভুল স্বীকার করেন না বা সেটি উপেক্ষা করেন। এতে সহকর্মীরা তার নেতৃত্বের উপর আস্থা হারান এবং ধীরে ধীরে তার প্রতি সম্মানও কমে তাদের।
সফল নেতারা বিপরীত কাজটি করেন। তারা ঘটনার মূল্যায়ন ও বিশ্লেষণের পাশাপাশি নিজেদের যদি কোনো ত্রুটি বা ভুল হয়ে থাকে সেটি স্বীকার করেন। সেই অভিজ্ঞতা থেকে কী শিখতে হবে এবং ভবিষ্যতে কীভাবে এটি এড়ান