রবিবার, ২৫ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

পুরনো ঢাকা নবাবপুর রোড দখল করে মালামাল রেখে যানযট সৃষ্টি করা হয়। কোন যান বাহন চলা চল করতে পারেনা।

মেহেদী হাসান হৃদয়

নবাবপুর রোড, পুরনো ঢাকার অন্যতম একটি ব্যস্ত সড়ক, প্রায়ই দখলদারির শিকার হয়। দোকানদার এবং পাইকারি ব্যবসায়ীরা এখানে তাদের মালামাল রাস্তায় রেখে দেন, যা যানজট সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পথচারীরাও হাঁটার জায়গা পান না। স্থানীয়দের মতে, এই সমস্যা প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে তাদের দৈনন্দিন যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে।

দোকানিরা মূলত স্থান সংকুলানের অজুহাতে মালামাল ফুটপাতে এবং রাস্তায় রেখে দেন। তাদের মতে, বিক্রির জন্য পর্যাপ্ত স্থান না থাকায় তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে, কিন্তু সাময়িক সময়ের জন্য সড়ক মুক্ত হলেও কিছুদিন পরই অবস্থা আগের মতোই ফিরে আসে।

যানজটের কারণে শিক্ষার্থী, কর্মজীবী এবং জরুরি সেবার যানবাহন চলাচলে অসুবিধা হয়। অনেকেই অনুরোধ করেছেন যাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং নবাবপুর রোডকে দখলমুক্ত রাখা হয়।

প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি জানান, সড়কগুলোতে এভাবে দখল করা আইন বহির্ভূত। যানজট কমাতে এবং মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।