মেহেদী হাসান হৃদয়
নবাবপুর রোড, পুরনো ঢাকার অন্যতম একটি ব্যস্ত সড়ক, প্রায়ই দখলদারির শিকার হয়। দোকানদার এবং পাইকারি ব্যবসায়ীরা এখানে তাদের মালামাল রাস্তায় রেখে দেন, যা যানজট সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পথচারীরাও হাঁটার জায়গা পান না। স্থানীয়দের মতে, এই সমস্যা প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে তাদের দৈনন্দিন যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে।
দোকানিরা মূলত স্থান সংকুলানের অজুহাতে মালামাল ফুটপাতে এবং রাস্তায় রেখে দেন। তাদের মতে, বিক্রির জন্য পর্যাপ্ত স্থান না থাকায় তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছে, কিন্তু সাময়িক সময়ের জন্য সড়ক মুক্ত হলেও কিছুদিন পরই অবস্থা আগের মতোই ফিরে আসে।
যানজটের কারণে শিক্ষার্থী, কর্মজীবী এবং জরুরি সেবার যানবাহন চলাচলে অসুবিধা হয়। অনেকেই অনুরোধ করেছেন যাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং নবাবপুর রোডকে দখলমুক্ত রাখা হয়।
প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি জানান, সড়কগুলোতে এভাবে দখল করা আইন বহির্ভূত। যানজট কমাতে এবং মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে।