সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
করিমগঞ্জে জামায়াতের গণসংযোগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় অপহরণ চক্রের মূল হোতাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার। বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা। নারায়ণগঞ্জে তাতীদলের কর্মীসভা। রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। জীবননগর থানাধীন গোপালনগরে’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত। বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ,

ফরমুসা টেক্সটাইলের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হলো এলাকাবাসীর স্বপ্নের পাকা রাস্তা।

ক্রাইম রিপোর্টার: কাজল

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া, সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পাশে অবস্থিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি এলাকার ২ নম্বর গেইট থেকে দক্ষিণে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি কাঁচা রাস্তা দিয়ে বহুদিন ধরে চরম দুর্ভোগে চলাফেরা করছিলেন এলাকাবাসী। বর্ষাকালে নোংরা পানি ও কাদার কারণে বিশেষ করে স্কুল শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।

দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমের কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন জানান। মানবিক বিবেচনায় বিষয়টি তাকে আবেগতাড়িত করে। অবশেষে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে রাস্তাটি পাকাকরণ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এলাকার বাসিন্দা মরহুম চাঁন মিয়া আকন্দের কন্যা ও একুশে সংবাদের স্টাফ রিপোর্টার খাদিজা আক্তার রওজা, তার ভাই মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দের জামাতা এ.আর. সুলতান ও সোহান মিয়া, নুরু মিয়া আকন্দের ছেলে মামুন মিয়া আকন্দ ও আলমগীর হোসেন আকন্দ এবং মরহুম আব্বাছ আলী মুন্সির পুত্র আব্দুল হাদিতসহ আরও অনেকে।

অবশেষে বাস্তবায়ন হলো এলাকাবাসীর বহু প্রত্যাশিত স্বপ্নের পাকা রাস্তা। দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ। এলাকাবাসী কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানান ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।