সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
ক্রাইম রিপোর্টার: কাজল
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া, সাবাহ্ গার্ডেন রোডের উত্তর পাশে অবস্থিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেড (চায়না) ফ্যাক্টরি এলাকার ২ নম্বর গেইট থেকে দক্ষিণে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থের একটি কাঁচা রাস্তা দিয়ে বহুদিন ধরে চরম দুর্ভোগে চলাফেরা করছিলেন এলাকাবাসী। বর্ষাকালে নোংরা পানি ও কাদার কারণে বিশেষ করে স্কুল শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন।
দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমের কাছে রাস্তাটি পাকাকরণের আবেদন জানান। মানবিক বিবেচনায় বিষয়টি তাকে আবেগতাড়িত করে। অবশেষে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে রাস্তাটি পাকাকরণ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এলাকার বাসিন্দা মরহুম চাঁন মিয়া আকন্দের কন্যা ও একুশে সংবাদের স্টাফ রিপোর্টার খাদিজা আক্তার রওজা, তার ভাই মোমেন আকন্দ, মরহুম হাজী সোলাইমান আকন্দের জামাতা এ.আর. সুলতান ও সোহান মিয়া, নুরু মিয়া আকন্দের ছেলে মামুন মিয়া আকন্দ ও আলমগীর হোসেন আকন্দ এবং মরহুম আব্বাছ আলী মুন্সির পুত্র আব্দুল হাদিতসহ আরও অনেকে।
অবশেষে বাস্তবায়ন হলো এলাকাবাসীর বহু প্রত্যাশিত স্বপ্নের পাকা রাস্তা। দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ। এলাকাবাসী কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানান ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক খন্দকার খোরশেদ আলমকে।