ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ মাছের প্রজনন ও বংশ বিস্তারে প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল রবিবার বেলা ২ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে বকনা গরু বিতরণ করা হয় । সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান'র স্বাগত বক্তব্যের মাধ্যমে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক পরাগ রায়,কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায় সহ সুফলভোগীরা । এসময় ২৮ জন প্রান্তিক জেলেদের মাঝে প্রত্যেককে একটি করে মোট ২৮ টি বকনা গরু বিতরণ করা হয় ।