সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নবকাম পল্লী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন ফরিদ হোসেন। ফরিদপুর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬০০ মিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) সরকারি ভরাটী খাল ও নদীর অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য Star Bangladesh Award 2025 সম্মাননা এওয়ার্ড গ্রহণ করলেন মোঃ হুমায়ুন কবীর মৃধা! খুলনা কেএমপির হরিণটানা বাবলু দত্ত হত্যায় সম্পৃক্ত ২ জন আসামী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার। ঢাকার আদাবর-১০ মাদক ডিলার টুন্ডা বাবুর হুমকি ব্যবসায় সহযোগিতা না পেলে এলাকাবাসীকে করবে হত্যা কিশোরগঞ্জে ৩দিনব্যাপী ফল মেলা উদ্ভোধন ও আলোচনা সভা, খুলনার বটিয়াঘাটায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মিরসরাই এর মহামায়ায় প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড পি,এল,সি, এর অর্ধবার্ষিকী উন্নয়ন সভা অনুষ্ঠিত করিমগঞ্জ তাড়াইলে ধানের শীষের পক্ষে ৪ নেতার প্রচারণা অব্যাহত।

বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় মামলা। আসামিদের আটক পূর্বক জেলহাজতে প্রেরণ।

ইন্দ্রজিৎ টিকাদার

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি

বটিয়াঘাটার ভেন্নাবুনিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় মামলা । যার মামলা নং- ০৫ ,তাং ১৩/১১/২০২৪ ইং । ধারা১৪৩,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩৫৪,৩৭৯,৩০৭ও ৩০৬ । ঘটনার সাথে জড়িতদের থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে । মামলার বিবরণে জানা যায়, ভূক্তভোগী মামলার বাদি রঞ্জিতা মন্ডলের পরিবারের সাথে বিবাদী অনিক মন্ডল (২৫), লিটন বৈরাগী (৪০)সাথী রায় (৪২) ও মিতালী রায় (৩৮) দের হাঁস-মুরগী, পুকুরে মাছ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে বাদীর পরিবারের সদস্যদের উপর আক্রমণ করে আসছিল । এরই ধারাবাহিকতায় গত ইং ২১ অক্টোবর বাদীনির হাঁস আটকিয়ে রাখে । এবিষয়ে বিবাদীদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে বাদীকে বাড়ি থেকে বের করে দেয় । অতঃপর একই দিনে সকাল ৮ টায় সাড়ে ১০ টায় আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে হকিস্টিক, ছুরি,দা, কাঁ, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর আঙ্গীনায় অবৈধ প্রবেশ করে বাদীনির উপর অতর্কিত আক্রমণ করে । এসময় ১ নং বিবাদী অনিক মন্ডল ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর বুকে আঘাত করলে বাদী প্রাণ বাঁচাতে সরে গেলে বাদীর ব্রেস্ট এ আড়াআড়ি ভাবে পোচ লাগে এবং ৫/৬ ইঞ্চি কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়াও শরীরের অন্যান্য স্থানেও আঘাত প্রাপ্ত হয় । এছাড়াও ২ নং বিবাদী লিটন বৈরাগীর হাতে থাকা লোহার রড দিয়ে বাদীনিকে এলোপাতাড়ি মারতে থাকে এবং বাদীনি মাটিতে লুটিয়ে পড়লে ৩ নং আসামি সাথী রায় বাদীর বুকের উপর চেপে বসে এবং ২ নং আসামি হত্যার উদ্দেশ্যে বাদীর গলা সজোরে পা দিয়ে চেপে ধরে । ফলে বাদীর জিব্বা বেড়িয়ে আসে এবং বাদীর সমস্ত শরীরে নিলাফোলা জখম হয় ।এসময় ৪ নং আসামি মিতালী বাদীর গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় যার মূল্য আনুমানিক ৫৫ হাজার টাকা । বাদীর স্বামী সমীর মন্ডল ঘর থেকে বেরিয়ে তার স্ত্রীকে ঠেকাতে গেলে সকল আসামিরা বাদীর স্বামীর উপর একযোগে আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরে বিভিন্ন জায়গায় নিলাফোলা জখম হয় । পরবর্তীতে স্বাক্ষীরা এগিয়ে এসে বাদীনি ও তার স্বামীকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । এসময় বাদীনির ছোট মেয়ে ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে । এসময় বাদীনিকে কর্তব্য চিকিৎসক একটানা ৩ দিন চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়ে ছেড়ে দিলে বাসায় গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়ে । এখনো বাদীনির চিকিৎসা চলমান রয়েছে । এদিকে আসামিরা জেল হাজতে থেকে মুক্তি পাওয়ার পর আবারো বাদীনির পরিবারকে জীবনে শেষ করে দেবার হুমকি অব্যাহত রয়েছে । এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার এপ্রতিবেদককে বলেন, এব্যাপারে আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সকল আসামিদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । তবে আসামি ও তাদের দোসররা দূর্ধর্ষ প্রকৃতির বলে এলাকাবাসী জানিয়েছে । আসামিরা এলাকায় সব সময় দাঙ্গা-হাঙ্গামা করে বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা, মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।