রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। ব্র্যাক রেগুলেটরি এ্যাফেয়ার্স প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ শরীফ শাওন, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ব্যাবস্থাপক মোঃ ফিরোজ আহমেদ ও মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েট অফিসার সালেহা খাতুন ও মোঃ আশিক হোসেন, ব্রাক সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, মুক্তি আঃ হাকিম, ইউপি সদস্য মোঃ ওবায়দুল শেখ প্রমূখ। সভায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের আত্মকর্ম সংস্থান মূলক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সময় উপযোগী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান দেওয়া হয়।