সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটা ইজিবাইক মালিক-চালাক সমবায় সমিতি লিঃ
এর সাধারণ সভার মাধ্যমে সমিতির কমিটি গঠন শনিবার বিকেল ৫ টায় স্থানীয় বটিয়াঘাটা স্ট্যান্ডা’র’ নিজেস্ব কার্যালয় অনুষ্ঠিত হয় । মোঃ রবিউল শেখ’র সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এজাজুর রহমান শামীম । বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, বিএনপি’র নেতা মোহাম্মদ নেসার উদ্দিন কালু,বিএনপি নেতা ও সাবেক মেম্বার আলম ভূঁইয়া , বিএনপি নেতা মোঃ শামসুল হক,শফিকুল ইসলাম, মোহাম্মদ মামুন , ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ মহলদার, ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, শ্রমিক দলের আহবায়ক বিল্লাল হোসেন সহ আরো অনেক উপস্থিত ছিলেন । এসময় বটিয়াঘাটা উপজেলা ইজিবাইক মালি- চালক সমবায় সমিতি লিঃ এর কার্যনিবাহী কমিটি গঠন করা হয় । কমিটিতে মোঃ রবিউল ইসলাম আকুঞ্জী-কে সভাপতি,মোঃ রবিউল শেখ
সহ সভাপতি,মোঃ ইউনুস হাওলাদার-কে সাধারন সম্পাদক,
মোঃ হাফিজ মৌলঙ্গী-কে সহ-সাধারন সম্পাদক, মোঃ কালাম পিয়াদা-কে কোষাদক্ষ্য,মোঃ আল মামুন শেখ-কে
সাংগঠনিক সম্পাদক,মোঃ মোল্লা-কে সহ-সাংগঠনি সম্পাদক,মোঃ রফিকুল ইসলাম-কে লাইন সম্পাদক,
মোঃ মাইনুর-কে সহ-লাইন সম্পাদক, রবিন সরকার-কে
দপ্তর সম্পাদক,মোঃ জাহিদুর রহমান মিলন-কে প্রচার সম্পাদক, মৃত্যুঞ্জয়-কে সহ-প্রচার সম্পাদক,কার্যকারী সদস্য যথাক্রমে পলাশ অধিকারী,মোঃ শহীদুল ইসলাম সানা,
বিষ্ণু বৈরাগী প্রমূখ-কে মিলে কমিটি ঘোষণা করা হয় ।