শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
গতকাল খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম শ্রেণীর ছাত্রদের উপর অপরিকল্পিত ভাবে ছাত্রদের উপর আক্রমণ ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে এক মানব অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও ওই ছাত্রের আরেক সহযোগী অন্য ইউনিয়নে থেকে তাকে সঙ্গে নিয়ে স্কুল চলাকালীন সময়ের শেষের দিকে স্কুল মাঠ প্রাঙ্গন থেকে জোর করে ধরে নিয়ে শাহেদ নামে এক শিক্ষার্থীর উপর বেধড়ক আক্রমণ করলে তার মাথায় মারাক্তক ভাবে রক্তাক্ত যখম হয় । তারপর তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায় । এছাড়া বিভিন্ন সময় তারা ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করা সহ পথে-ঘাটে বাঁধা দেয় বলে অভিযোগ উঠেছে । এরই ধারাবাহিকতায় গতকাল ছাত্র-ছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সোমবার (১৩নভেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বেলা ১১টার দিকে স্কুল চত্বর থেকে ছাত্র-ছাত্রীরা এক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বালিয়াডাঙ্গা বাজার প্রদক্ষীণ শেষে স্কুলের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ যোগদান করে । প্রতিবাদ সমাবেশে ছাত্র-ছাত্রীরা পাঁচ দফা দাবিসহ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
এছাড়া ছাত্র-ছাত্রীরা আরও জানায়, আরাফাত নামের প্রাক্তন ছাত্র ও বহিরাগত ব্যক্তি অজ্ঞাত ৪/৫জন যুবক স্কুল চলাকালীন শ্রেণীকক্ষে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে । এতে স্কুলের ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র শাহেদ গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্কুলের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী নিজেদের নিরাপত্তা চেয়ে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি এবং বহিরাগতদের স্কুলের ভিতর প্রবেশ নিষেধ করব। এরই আশ্বাসে মানববন্ধন শেষ হয়।