বুধবার, ২৮ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ শরীফ শাওন আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার যোগদান করছেন । তিনি ৩৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডার যোগদান করেন । ইতিপূর্বে তিনি গত ২০ অক্টোবর ২০২২ থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মরত ছিলেন । আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার চাকুরির বদলি জনিত কারণে পদায়ন পেয়ে বটিয়াঘাটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান’র স্থলে স্থলাভিসিক্ত হয়েছেন । উল্লেখ্য বটিয়াঘাটা উপজেলা (ভূমি) অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান বদির জনিত কারণে পদায়ন পেয়ে বাগেরহাট জেলার মোংলা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন । নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন যশোর জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।