শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন। গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত তিন, আহত বিশ। চুয়াডাঙ্গায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে চাকরি পেল ১৬জন তরুণ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,কাশিয়ানী শাখার আত্ম-প্রকাশ।

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি: সাইফুল হাসান

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কাশিয়ানী উপজেলা শাখা
কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।

১৩ নভেম্বর (বুধবার) রাত সাড়ে ৭ টায় কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে , সাংবাদিকদের উপস্থিতিতে, সংবাদ সম্মেলনের মাধ্যমে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার আত্ম-প্রকাশ করা হয়।

এসময়, ১৯৬২-৬৩ খ্রিস্টাব্দের ১৮০৮/৭৫ নং রেজিস্ট্রেশন ভুক্ত বাংলাদেশে প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত কাশিয়ানী উপজেলা শাখা
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পদে মোঃ হাসিব আহমেদ, নির্বাহী সভাপতি মোঃ সাব্বির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাওসার আলী তালুকদার, সহ-সভাপতি নাজমুন নাহার, মোহাম্মদ হাবিবুল্লাহ, মাসুম বিল্লা, কুতুব উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুল, নির্বাহী সম্পাদক মোঃ খাইরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব বালা বিশ্বাস, জয় শ্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দ এলিদা পারভীন, অর্থ সম্পাদক লালন আলী, দপ্তর সম্পাদক মোঃ সোহান হাসান সুমন, আইসিটি সম্পাদক মৌসুম রহমান, সংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নাজমা নাঈম, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে মোঃ হাসিব আহমেদের সভাপতিত্বে লিখিত বাক্য পাঠ করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান।
বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মনিরুল হাসান বুলবুল, আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম, আইসিটি সম্পাদক মৌসুম রহমান।
এ সময় বক্তারা বলেন, নতুন শতাব্দী আসে, আসে আলোকিত ভোর। আমরা কাশিয়ানী উপজেলায় আত্মপ্রকাশ করছি, বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখা নামে এক সৃষ্টিশীল শিক্ষক বান্ধব শিক্ষক সংগঠনের, যেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বিত অংশগ্রহণ, সবার জন্য শিক্ষা, এই লক্ষ্যে নব উদ্যমে শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষকরাই জাতির বিবেক এই স্লোগানকে সামনে রেখে আমরা নবগঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখা এগিয়ে যেতে চাই সুন্দর ভবিষ্যতে, জ্বালাতে চাই জ্ঞানের আলোক শিখা। যেখানে শিক্ষকবৃন্দ থাকবেন সুরক্ষিত। আমাদের এই শিক্ষক সংগঠনে শিক্ষা অফিসারের সমস্ত দিক নির্দেশনার আলোকে কার্যক্রমের মূল্যবোধ জাগ্রত থাকবে ইনশাল্লাহ।
বক্তারা আরো বলেন, এর আগে কাশিয়ানী উপজেলায় বিভাজন আরও দুটি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি রয়েছে। প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতি।
ওই দুটি সমিতিতে আমাদেরও অংশগ্রহণ ও সম্পৃক্ততা রয়েছে। আমরা কাশিয়ানী উপজেলার সকল শিক্ষকদের সার্বিক স্বার্থে একসাথে আন্তরিকতার সহিত মিলেমিশে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।