শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মানবতার আলোকবর্তিকা সমাজসেবক মোঃ কবির পালোয়ান: রাজনীতি নয়, মানুষই তার মূল প্রতিশ্রুতি পশুরহাট ইজারাদার,খামারী ও ব্যবসায়ীদের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময়। লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলড্রেস বিতরণ, স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জ ডিআইজির নতুন দিগন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন দশমাইল বাজারে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,হুমকির মুখে নদী পাড় ও ফসলী জমি। গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, গ্রেফতার ০১ জন। গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত তিন, আহত বিশ। চুয়াডাঙ্গায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে চাকরি পেল ১৬জন তরুণ

বিদ্যুৎ সংযোগ দিতে হলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে ভুক্তভোগী কে হুমকি দেয় মামুন বাহিনী।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা কান্দাইল খিদিরপুর গ্রামের আঃ ছাওার বলেন পল্লী বিদ্যুৎতের খুটি বসানো নিয়ে তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করেন মোঃ মামুন মিয়া, আলীম মিয়া উভয় পিতা মোঃ আজিজ, মোশাররফ পিতা মৃত আঃ হাসিম,আল আমিন, আমিন, উভয় পিতা আঃ কাদির, সর্ব সাং কান্দাইল খিদিরপুর সর্ব থানা থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ, ভুক্তভোগী ছাওার সাহেব বলেন বিদ্যুৎ লাইন সংযোগ দিতে বাধা দেন মামুন বাহিনী এবং মামুন ও তার গুন্ডা মাস্তান বাহিনী দের কে দাবী কৃত ২ লাখ টাকা চাঁদা না দিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ দিতে বাধা দিয়ে যাচ্ছেন, ভুক্তভোগী বলেন এই চাঁদাবাজ সন্ত্রাসী ভূমিদস্যু গুন্ডা মাস্তান মামুন বাহিনী দের হুমকির কারণে ভুক্তভোগী বাদী হয়ে করিমগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন, এই অভিযোগ টি করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাহেব দায়িত্ব দেন সুষ্ঠু তদন্ত করার জন্য এচাই আঃ রাজ্জাক সাহেব কে এচাই রাজ্জাক সাহেব সরজমিন গিয়ে নিজ চোখে দেখতে পান বিদ্যুৎতের ফিলার সরকারি রাস্তায় কুপা হয়েছে এবং আসামী পক্ষ গণকে নিষেধ করেন, কিন্তু উল্লেখিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীর গডফাদার মামুন গং
ভুক্তভোগী থানায় কেন তাদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন তার জন্য ভুক্তভোগী আঃ ছাওার কে খুন জখমের হুমকি দেয় মামুন বাহিনী,এবং ভুক্তভোগী বলেন তার নিকট হইতে ২ লাখ টাকা চাঁদা না দিবার কারণে উল্লেখিত সকল চাঁদাবাজ সন্ত্রাসীরা চুরি করে ভুক্তভোগীর লাগানো ধান কেটে নিয়ে যায় তার ভিডিও করে রাখেন ভুক্তভোগীর ছেলে, এই বিষয় নিয়ে আরও বলেন ভুক্তভোগী আঃ ছাওার এই চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী দের কারণে সব দিগ দিয়ে ক্ষতি গস্ত তাদের অন্যায় অত্যচারে শান্তি নেই ভুক্তভোগী ও তার পরিবারের লোকজনের, তিনি আরও সাংবাদিক দের জানান এইসব দূর্নীতি বাজ ভূমিদস্যু চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী মামুন গং রাস্তা ঘাটে উৎপাত করে তাদের দাবী কৃত ২ লাখ টাকা চাঁদার দিতে হবে বলে হুমকি দেয় এমনকি চাঁদা না দিলে খুন করে ফেলিবে বলেন,ভুক্তভোগী একজন সৎ আর্দশ নীতিবান সরল সোজা ব্যক্তি বলেন আমার জান মালের নিরাপত্তা পাচ্ছি না এদের বিভিন্ন হুমকি ধামকী শুনে, অবশেষে ভুক্তভোগী ছাওার সাহেব থানায় লিখিত অভিযোগ দায়ের করিয়াও আইনি ভাবে সঠিক বিচার না পাওয়ার কারণে কিশোরগঞ্জ কোর্টে গিয়ে বাদী হয়ে উল্লেখিত সকল চাঁদাবাজ সন্ত্রাসীদের নামে ৩৮৫ ধারায় মামলা দায়ের করেন এবং মাননীয় কোর্ট এই মামলাটির সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পি,বি,আই কে নির্দেশ দেন, ও এদের হুমকি ধামকীর ভয়ে ১০৭ ধারা মামলা ও করেন ভুক্তভোগী আঃ ছাওার, মামলা দায়ের করার পর ও মামুন বাহিনী ভুক্তভোগী কে একা পাইয়া খুন করার উদ্দেশ্যে আক্রমণ করে বলেন ভুক্তভোগী, এই বিষয় নিয়ে সঠিক বিচার পাওয়ার আশায় এবং উল্লিখিত সকল চাঁদাবাজ সন্ত্রাসী মামুন বাহিনী দের কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন এবং জোর দাবি জানান এই ভুক্তভোগী, আরও বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।