শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
মেহেদী হাসান হৃদয়,,
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ভূমি অফিসের উপসহকারী আব্দুল মান্নান ভূমি নামজারি করতে সাড়ে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরাসরি ধরা পড়েছেন। বিষয়টি উদঘাটন করেন আমাদের জাতীয় দৈনিক সময়ের অপরাধচক্র পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক বাহাদুর চৌধুরী।
আব্দুল মান্নান প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও পরে টাকার অংক স্বীকার করেন এবং তা ফেরত দিতে বাধ্য হন।
এবং উক্ত ব্যক্তি একই জায়গায় চার বছর যাবত রয়েছে, ভূমি নিয়মে তিন বছরের বেশি একই জায়গায় থাকর নিয়ম নেই।
ভূমি অফিসে সেবা পেতে জনসাধারণকে ঘুষ দিতে বাধ্য হওয়া এক সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনাও তার একটি উদাহরণ। অভিযোগ রয়েছে, নামজারি করার ক্ষেত্রে নিয়মিতভাবেই সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়।
সাংবাদিক বাহাদুর চৌধুরীর সাহসী পদক্ষেপ এবং তদন্তের ফলে এই দুর্নীতি জনসমক্ষে আসে। তিনি এ ঘটনার ভিডিও এবং তথ্য প্রমাণ সংগ্রহ করেন, যা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন উপসহকারী আব্দুল মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিবেচনা করছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও সচেতন এবং কঠোর হতে হবে বলে এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে আমাদের জাতীয় দৈনিক সময়ের অপরাধ চক্র পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক বাহাদুর চৌধুরী জেলা প্রশাসনের সঙ্গে কথা বললে, জেলা প্রশাসক দুর্নীতির এই ঘটনায় অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন,
“এই ধরনের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত এবং সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”